ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ফেসবুকে মাহির একটি পোস্টকে
ঘিরে দর্শকদের মনে কৌতুহলের জন্ম নিয়েছে। তিনি তার আইডিতে ঘোষণা দিয়েছেন, আগামী ১৩
সেপ্টেম্বর একটি সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ? এটি দর্শক, সমালোচকদের নানা কৌতুহল।
তবে মাহির কাছের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ের খবর দিবেন তিনি। গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলে জানা যায়। মাহির হবু স্বামী প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। যদিও বিয়ের কথা এতদিন অস্বীকার করে এসেছেন তিনি।
মাহি প্রথম বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। ২০১৬ সালে তাদের বিয়ে হয়েছিল। এরপর থেকে সুখেই সংসার করছিলেন। তবে মাঝে একাধিকবার তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। অবশেষে গত মে মাসে দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।
শনিবার (২২ মে ২০২১) রাত দেড়টার দিকে মাহি তার ফেসবুক পোস্টে লেখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।
আরও লেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।
ক্ষমা চেয়ে মাহি লিখেছেন, আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।
শ্বশুর বাড়ি ও স্বামীর প্রশংসা থাকলেও ঠিক কি কারণে সংসার টিকলো না তা স্পষ্ট করে জানাননি মাহি।
২০১৬ সালের ২৪ মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে গাঁটছাট বাঁধেন মাহিয়া মাহি। দাম্পত্য জীবনের ঠিক পাঁচ বছরের মাথায় মাহি তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন করলেন।
স্বীকারোক্তিঃ এখানে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে।সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং একথাও উল্লেখ থাকে যে এখান থেকে প্রাপ্ত কোন ভুল তথ্যের জন আমরা কোনভাবেই দায়ী নই এবং আপনার নিকট দৃশ্যমান ভুলটি আমাদেরকে নিম্নোক্ত মেইল / পেজ -এর মাধ্যমে অবহিত করার অনুরোধ জানাচ্ছি।
ই-মেইলঃ itshafiqul7@gmail.com ধন্যবাদ।
23.68499490.356331